পূর্ব মেদিনীপুর জেলা - Latest News on পূর্ব মেদিনীপুর জেলা| Breaking News in Bengali on 24ghanta.com
বন্দর থেকে এবিজির যন্ত্র সরানোর নির্দেশ হাইকোর্টের

বন্দর থেকে এবিজির যন্ত্র সরানোর নির্দেশ হাইকোর্টের

Last Updated: Thursday, December 13, 2012, 15:22

হলদিয়া বন্দর থেকে এবিজি গ্রুপের সমস্ত মালপত্র সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত নিযুক্ত দু`জন স্পেশাল অফিসারের তত্ত্বাবধানে মালপত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। মালপত্র সরানোর ক্ষেত্রে প্রয়োজনে পূর্ব মেদিনীপুর জেলার পুলিস সুপার এবং জেলাশাসকের সাহায্য নিতে পারেন ওই দু`জন স্পেশাল অফিসার। তবে মালপত্র সরানোর সময় পুলিস সুপারের উপস্থিতি বাধ্যতামূলক করেছে হাইকোর্ট।